পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার দুপুরে শফিকুল ইসলাম প্রতিদিনের ন্যায়
প্রতিদিনের ন্যায় শাফিকুল ইসলাম স্থানীয় ইমামবাড়ি বাজারের দক্ষিণ পাশে ধানক্ষেতে ধান রোপন করতে যান। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় তারা গুরুতর আহত অবস্থায় শাফিকুল ইসলামকে উদ্ধার করে স্বজনরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শফিকুল ইসলামের মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ডালিম আহমেদ বজ্রপাতে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply