-
- জাতীয়
- নবীগঞ্জের গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামছ উদ্দিন খাঁন জেলার শ্রেষ্ট কর্মকর্তা নির্বাচিত
- আপডেট টাইম : December, 7, 2022, 4:08 pm
- 148 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামছ উদ্দিন খাঁন হবিগঞ্জ জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আলোচনা সভা শেষে পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে তাকে জেলার শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা ঘোষণা করে তাকে সম্মাননা স্বারক প্রদান করেন হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
এ সময় সহকারী পুলিশ সুপারগণ ও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইতিপূর্বে ও তিনি একাধিকবার জেলার মধ্যে শ্রেষ্ট তদন্ত কেন্দের ইনচার্জ নির্বাচিত হয়েছেন।
এ ব্যাপারে ইনচার্জ শামছ উদ্দিন খাঁন বলেন,এ পাওয়া আমার কাছে সব চেয়ে বড় পাওয়া। তিনি জনগণের সেবক হিসেবে আজীবন মানুষের কল্যানে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তিনি গোপলার বাজার যোগদানের পূর্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply