নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ জাতীয় পার্টি ও বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না… রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৬ বছর।
তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত বুধবার রাত ১০ টায় নিজ বাড়ি ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টায় ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পুরান মোকামে তাকে চির নিদ্রায় শায়িত করা হয়।
নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে সমাজসেবক সিরাজ উদ্দিনের মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা হলেন,নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদসয় শাহ নওয়াজ মিলাদ গাজী,সাবেক সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ুডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের,
নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক,সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুবসংহতি সদস্য মো: সরওয়ার শিকদার,বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বার্তা সম্পাদক মুরাদ আহমেদ,যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা,ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আজাদ শাহজাহান প্রমূখ।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোজ সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
Leave a Reply