ডেস্ক রিপোর্ট:: জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ বুধবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সেক্টরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং পুস্পস্তবক অর্পণ করেন সংস্থাটির নেতৃবৃন্দ।
এছাড়াও তারা সেখানে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন।
এফবিসিসিআই পরিচালক মো. শফিকুল ইসলাম ভরসা, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. হাবিব উল্লাহ ডন, মো. নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন রাজেশ, মি. প্রবীর কুমার সাহা, হাফেজ হারুন-অর-রশীদ, এস.এম. জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ রিয়াদ আলী, মিসেস প্রীতি চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় শোকদিবসে বঙ্গবন্ধু এবং পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের স্মরণে এফবিসিসিআই ভবনে দিনব্যাপী কোরআন খতমের আয়োজন করা হয়।
Leave a Reply