নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি পাবলিক রশিদিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ওসাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে। গত ১৫ মার্চ বুধবার সকালে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি দিলাওর হুসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, ব্যারিষ্টার মুজাক্কির হোসেন, সেভরন কমিনিউটি অফিসার আব্দুল লতিফ, শ্রী নিবাস চন্দ্র নাথ , আওয়ামী লীগ নেতা সাইফুল জাহান চৌধুরী, কাজী ওবায়দুল কাদের হেলাল বক্তব্য রাখেন সুহুল আমিন, সাইদুর রহমান, আব্দুর রকিব, নুরুল হক প্রমূখ। বিদ্যালয়ের প্রধানশিক্ষক লুৎফুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্টান পরিচালনা করেন, প্রফেসার ইকবাল বাহার তালুকদার, শাহিনাআক্তার। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply