-
- জাতীয়
- নবীগঞ্জের প্রাইমারী স্কুলে দুঃসাহসিক চুরি
- আপডেট টাইম : April, 1, 2023, 2:45 pm
- 146 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামের নজির মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। চুরেরা এ সময় স্কুলের গ্রীল ও শ্রেণিকক্ষ গুলোর তালা ভেঙ্গে প্রায় ১ মাসের ব্যবধানে ৩ বার চুরির ঘটনা ঘটিয়েছে।
গত ০২ মার্চ রাউটার মেশিন ও সাউন্ড বক্স চুরি, ২৫ মার্চ ১টি শ্রেণীকক্ষ ও অফিস কক্ষের মোট ৫টি সিলিং ফ্যান চুরি এবং গত ৩০ মার্চ পুনরায় ২টি শ্রেণীকক্ষের ৮টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায়। ওই চুরির ঘটনায় গত ৩১ মার্চ স্কুলের প্রধান শিক্ষক নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
উল্লেখ্য যে ওই স্কুলটি জাতীয় করণকৃত হওয়ায় পর থেকে কোন দপ্তরী নিয়োগ করা হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply