স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,শিবলু দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গতকাল রোববার সকালে সে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্টনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ স্থানীয়দের লোকদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক পর যানবাহন চলাচল শুরু করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply