-
- জাতীয়
- নবীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত
- আপডেট টাইম : July, 29, 2023, 10:03 pm
- 113 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে গতকাল শনিবার ১০ মহররম পবিত্র আশুরা পালিত হয়েছে।
সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। সেসময় থেকে কারবালার এ বিয়োগাত্মক ঘটনাকে স্মরণ করে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে প্রতিবছর উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শগ্রামে হোসেনি দালানে দিবসটি পালন করা হয়।
আশুরার শোক মিছিল অংশ নিতে সকাল থেকে নবীগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলিমরা হোসেনি দালানে জড়ো হন এবং জারি পরিবেশন করেন।
বিকেল ৩টায় শিয়া সম্প্রদায়ের উদ্যোগে কুর্শি হোসেনি দালান থেকে আশুরার তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিলে যুবক, বৃদ্ধ, শিশুসহ সব বয়সের নারী-পুরুষ অংশ নেন।
দুপুরে কুর্শি হোসেনি দালান পরিদর্শন করেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীসহ আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply