-
- জাতীয়
- নবীগঞ্জে হামলায় দুই ভাই আহত।। ওসমানী হাসপাতালে প্রেরণ
- আপডেট টাইম : July, 30, 2023, 11:39 pm
- 217 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে হাঁসে রোপন করা ধানের চারা নষ্ট করাকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর নয়া পাড়া গ্রামের সুন্দর আলীর দুই পুত্র সামার উদ্দিন(৪২) ও তার ছোট ভাই ছাপার উদ্দিন(৩৫)। আহত সামার উদ্দিনের হাত ও পা ভেঙ্গে গেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, আহত সামার উদ্দিনের জমিতে রোপন করা চারা পার্শ্ববর্তী লামলী পাড় গ্রামের দেওয়ান মিয়ার পুত্র আতাব উদ্দিনের হাঁস নষ্ট করে। এ নিয়ে গত শনিবার সন্ধায় দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আতাব উদ্দিন তারা ৪ ভাই ও অপর চাচাতো দুই ভাই মিলে সামার উদ্দিন ও ছাপার উদ্দিনের উপর হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply