জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক আসামীসহ ৪জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল দিরাই উপজেলার পেরুয়া (শেরপুর) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে ইব্রাহিম আলী (৪৭) সহ ৩জন পলাতক আসামী।
জগন্নাথপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশৗদ চৌধুরীর দিক নির্দেশনায় এসআই মোঃ কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ থানার পৌর এলাকায় মোটর সাইকেল যোগে মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা অভিযান পরিচালনার সময় গতকাল ১৩ টা ৩০ মিনিটের সময় ইব্রাহিম আলী (৪৭)কে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত ব্যক্তি পৌর শহরের হবিবনগর গ্রামের জব্বার মিয়ার ভাড়াটিয়া সাথে থাকা ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।এই বিষয়ে জগন্নাথপুর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অপরদিকে এসআই লুৎফুর রহমান,এসআই সাইফুর রহমান ও এএসআই প্রনয় নাল সহ একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযান পরিচালনায় সময় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৩ জন পলাতক আসামী কে গ্রেফতার করেন।আসামী সর্ম্পকে বিস্তারিত জানা যায়নি।গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Leave a Reply