ডেস্ক নিউজ ::সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ বালাগঞ্জ আসছেনবালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আজ সোমবার বালাগঞ্জ আসছেন। দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় তিনি বালাগঞ্জ সদরে বড়ভাঙ্গা নদীর উপর ১শ ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানে সিলেট সিটির নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করবেন।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর এবং সাধারণ সম্পাদক আনহার মিয়া জানিয়েছেন, সেতুমন্ত্রী ও দলীয় সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতৃবৃন্দ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন।
Leave a Reply