-
- জাতীয়
- নবীগঞ্জ চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ইনাতগঞ্জের সাবলু।। পুলিশে সোপর্দ
- আপডেট টাইম : November, 13, 2023, 10:18 pm
- 78 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ও দীঘলবাক এলাকায় সংঘবদ্ধ গরু চোরের সিন্ডিকেটে অতিষ্ট হয়ে উঠেছেন এলাকার কৃষক। সারা উপজেলায় এই চোর চক্রের নেটওয়ার্ক রয়েছে। দিনে বা রাতে কোন ভাবেই থামছেনা তাদের গরু চুরি। ফলে কৃষকদের মধ্যে গরু চুরির আতংক বিরাজ করছে।
তারই ধারাবাহিকতায় গরু চোরের সিন্ডিকেটের প্রধান একাধীকবার জেল ফেরত ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের রয়ফর উল্লার পুত্র শামীম মিয়া(৩৫) ও একই ইউনিয়নের বানিউন গ্রামের মন্নাফ মিয়ার পুত্র সিএনজি চালক শাবলু মিয়া( ৩০) গতকাল সোমবার বেলা ২ টার সময় নবীগঞ্জ – কাজীগঞ্জ বাজার সড়কে মাধবপুর গ্রামের নিকটে সড়ক থেকে একটি গরু চুরি করার উদ্যেশ্য সিএনজিতে তোলার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দেখে দৌড়ে এসে তাৎক্ষণিক তাদের আটক করার চেষ্টা করে। এ সময় শামীম সিএনজি চালিয়ে পালিয়ে আসলেও সাবলুকে জনতা আটক করে।
পরে স্থানীয় জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে নবীগঞ্জ থানায় সোপর্দ করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply