নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে।। নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালে গতকাল ৮ ডিসেম্বর রাত অনুমান ০৩.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানাধীন গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও (টিলাবাড়ী) সাকিনস্থ জনৈক লিটন মিয়া (৩৫), পিতা- মৃত আমজদ আলীর বসত ঘরে অভিযান চলাকালে লিটন মিয়াকে গ্রেফতার করা হয়। আসামী লিটন মিয়ার দেহ তল্লাশী করে তাহার পরিহিত জ্যাকেটের ভিতর নীল রঙের সর্ব মোট ১৬০০(একহাজার ছয়শত) পিস ইয়াবা ট্যবলেট, যাহার বাজার মূল্য অনুমান ৪,৮০,০০০/-টাকা। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং- ৩, ৮ ডিসেম্বর ২০২৩ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০ (ক) মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় ।
Leave a Reply