-
- জাতীয়
- আপডেট টাইম : January, 1, 2024, 8:54 pm
- 58 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নতুন বছরের প্রথমদিনে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করে ১ লা জানুয়ারী সোমবার বই উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ। বিদ্যালয়ের অধ্যক্ষ কাঞ্চন বনিকের সভাপতিত্বে এব্ং সহকারী শিক্ষক জামিল আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার কাজী সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পজীপ কর্মকর্তা শাকিল আহমদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ নবীগঞ্জ সরকারী মডেল যোগল কিশোর উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে বই বিতরন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক হমায়ুন কবিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ। এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,পজীপ কর্মকর্তা শাকিল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রিয়তোষ চক্রবর্ত্তী,সলিল কুমার দাশ,অজয় কুমার ধরসহ অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুপম দাস অনুপ বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের বিভিন্ন সেক্টরে নের্তৃত্ব দেবে। ২০৪১ সালের স্মার্ট ও উন্নত দেশে পরিনত করতে বছরের প্রথম দিনে বই উৎসব সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ধারা অব্যাহত রাখলে দেশের শিক্ষার হার শতভাগে পৌছানো সম্ভব হবে।
পরে উপজেলা নির্বাহী অফিসার শহরের বালিকা উচ্চ বিদ্যালয়,গন্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সদর আদর্শ প্রাথমিক বিদ্যালয়,নহরপুর মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply