OLYMPUS DIGITAL CAMERA

জগন্নাথপুরে ইদুল আযহার খাদ্য সামগ্রী বিতরণ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নে আর্ত মানবতায় সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রসুলপুর গ্রামে গাউছিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে শনিবার সকাল ১০টায় প্রতিবন্ধী লোকদের মধ্যে ইদুল আযহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গাউছিয়া ইসলামী যুব সংঘের মহাপরিচালক মাওলানা হুসাইন আহমদের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক হাফিজ বুরহান উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মখলুছ মিয়া।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,সাংবাদিক গোলাম সারোয়ার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান,অত্র সংগঠনের সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক আল আমিন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, গ্রামের বিশিষ্ট মুরুব্বি আছাব আলী,আব্দুল জলিল,হাজী আব্দুল গফুর,আসকন মিয়া,লতিব আলী,হাফিজ মাজহারুল ইসলাম,আসুক আলী, আজিজ মুন্সি,সুফি মিয়া,সুন্দর আলী, অত্র সংগঠনের সহ সভাপতি আনর মিয়া,সহ সাধারন সম্পাদক মো.জাকির মিয়া,অর্থ সম্পাদক আনর আলী, সহ অর্থ সম্পাদক জাহিদুল মিয়া,সহ প্রচার সম্পাদক ইমরান আলী, তথ্য গভেষনা সম্পাদক আল আমিন,দপ্তর সম্পাদক জুবেল আহমদ,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুজেল আহমদ,সদস্য জুবেল আহমদ,আহমদ আলী,ইব্রাহিম আলী,মামুন মিয়া,জিহাদ মিয়া,তানবির মিয়া,সাইদুল রহমান,শরিফ মিয়া,বিলাল মিয়া,ইমন মিয়া সহ অত্র এলাকার সকল শ্রেণী পেশার মানুষ। অত্র সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ও গরিব,অসহায় প্রায় ৪০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।খাদ্য সামগ্রী বিতরণ শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ক্বারী খেলন মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা