নবীগঞ্জ(হবিগঞ্জ)সংবাদদাতা:ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় বাসের ৩০জন যাত্রী আহত হয়েছেন ।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা প্রদাণ করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুগতির কামা পরিবহণের যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বিজনার পাড় নামকস্থানে এসে পৌছলে অপর দিক থেকে আসা আল-মোবারকা পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে ।
এতে উভয় বাসের প্রায় ৩০জস যাত্রী আহত হন । এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন । আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক।
Leave a Reply