নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শেষ হলো ২ দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একুশে বই মেলা।
গতকাল শনিবার বিকেলে সমাপনী দিনে- ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলমের সভাপতিত্বে আলোচনা সবা অনুষ্টিত হয়।
সবায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য আশাহীদ আলী আশা,লন্ডন থেকে প্রকাশিত জনমত পত্রিকার বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়,কবি শাহ আলমগীর,জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা আব্দুল বারিক,প্রবাসী আফিল উদ্দিন প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য,বিগত ৪ বছর ধরে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একুশে বই মেলা অনুষ্টিত হয়ে আসছে। এবারের মেলায় ৯ টি ষ্টল স্থান পায়।
Leave a Reply