নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাশ অনুপ। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, টিএইচও ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী,মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন বীর প্রতীক,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, উপজেলা চেয়ারম্যান সমিতির সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোঃ ছালিক মিয়া, শাহরিয়াজ সুমন, এডভোকেট আক্তার হোসেন সুবা, নোমান হোসেন, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আমিনুর রহমান , মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত ফেরদৌসী, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান পরিষদের সভাপতি নারায়ন রায়, শ্রমিক ইউনিয়নের সভাপতি সামাদুর রহমান চৌধুরী, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যূৎ দাশ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, আনসার বিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সায়মা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রধান অফিস সহকারী মনোরঞ্জন দাশ প্রমূখ।
সভায় বক্তাগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, শহরের মারামারি, কিশোর হত্যা ও দ্রব্য মুল্যরোধে রমজানে ব্যবস্থা গ্রহন । রমজানে টিসিবির পন্য সঠিক ভাবে বিতরনে তদারকি জোরদার করা। নবীগঞ্জ শহরে কিশোর তাহসিন হত্যার রহস্য উদঘাটন, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ইত্যাদির ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ অনুপ বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। যানজট, মাদক, সন্ত্রাস নিরসনে ও সমাজ উন্নয়নে সবাইকে মিলে-মিশে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো। আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই কন্যা শেখ হাসিনা বাস্তবায়ন করছেন।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, শহরের মারামারি, কিশোর হত্যা ও দ্রব্য মুল্যরোধে রমজানে ব্যবস্থা গ্রহন সহ রমজানে টিসিবির পন্য সঠিক ভাবে বিতরনে তদারকি জোরদার করা হবে।
Leave a Reply