-
- জাতীয়
- নবীগঞ্জে জোয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ৫
- আপডেট টাইম : March, 16, 2024, 11:45 pm
- 67 বার
সংবাদদাতা:: নবীগঞ্জ থানা পুলিশের অভিযানে নগদ টাকা,জোয়া খেলার সরঞ্জামসহ ৫ জোয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার ভোর রাতে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর দিক নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বাউশা ইউনিয়নের ভরপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কামিরাই গ্রামের মৃত মোজাফফর আলীর পুত্র আরশ আলী(৩০),মৃত মোশাহীদ আলীর পুত্র কুরুশ মিয়া(৪০),মৃত নুরুল ইসলামের পুত্র সুজন মিয়া(৩০),সর্বসাং ধুলচাতুল,চানপুর গ্রামের মৃত ইলাছ মিয়ার পুত্র আলী হোসেন(৪০) ও কামিরাই গ্রামের ক্বারী ফয়েজ উদ্দিনের পুত্র ইউনুছ মিয়া(৪০)।
এ সময় পুলিশ তাদের কাছ থেকে জোয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন ধৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply