শুক্রবার (২২ ফ্রেব্রুয়ারী) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এ অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উল্লেখিত স্থানে
“বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা কালে মাটি পরিবহনে জড়িত থাকায় এ আইনে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার এ প্রতিনিধিকে জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি ও পাহাড় কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধভাবে বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা-পাহাড় ও মাটি কাটা প্রতিরোধসহ পরিবেশ সুরক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply