-
- জাতীয়
- নবীগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ।। পুলিশসহ আহত ১০।। ৮ দাঙ্গাবাজ আটক
- আপডেট টাইম : March, 29, 2024, 3:06 am
- 120 বার
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। পুলিশ ৮ দাঙ্গাবাজকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের মথুরাপুর গ্রামের মঈন উদ্দিন ও একই গ্রামের লেবু মিয়ার মধ্যে বিভিন্ন বিষয়াধি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।
এর জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইটপাটকেল ব্যবহার করা হয়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই অনিক একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। সংঘর্ষ থামাতে গিয়ে এসআই অনিক রক্তাক্ত জখম হন। আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ সময় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কবির আলমগীরসহ নবীগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৮জনকে আটক করে থানায় নিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে আটককৃত ও আহতদের নাম জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কবির আলমগীর।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply