স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রোমে হবিগঞ্জ-১, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য ও নবীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সভাপতিত্বে ও আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ চম্পক কিশোর সাহা সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুপম কুমার দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল সিদ্দিকী, সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, সমাজ সেবা কর্মকর্তা বিদ্যুৎ দাশ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় (মিনু), নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ব্র্যাক প্রতিনিধি আসলাম উদ্দিন প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ আঃ কাদির হুসাইনী ও গীতা পাঠ করেন ডাঃ চম্পক কিশোর সাহা সুমন।
পরে সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ডাক বাংলোতে দুপুর ১.৩০ মিনিট থেকে ৩ ঘটিকা পর্যন্ত পশু ও প্রাণী সম্পদ সম্পর্কিত সংশ্লিষ্টদের সাথে কার্যক্রম অবগতসহ পরিচিতি সভা করেন এবং পরবর্তীতে তিনি নবীগঞ্জ ডাক বাংলোতে ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি সম্পর্কিত কর্মকর্তাদের সাথে কার্যক্রম অবগতসহ পরিচিতি, পরামর্শ এবং দিকনির্দেশনামূলক সভা করেন।
Leave a Reply