নবীগঞ্জ সংবাদদাতা: নবীগঞ্জের আউশকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে দোকানের মালামাল সহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামের বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বিছমিল্লাহ মার্কেটে মা- ভেরাইটিজ ষ্টোর এন্ড ফ্যামেলী বাজার নামীয় ব্যবসা প্রতিষ্টান বিগত প্রায় ১০ বছর ধরে ব্যবসা করে আসছেন পিঠুয়া গ্রামের রোমেল আহমদ।
গত রবিবার মধ্য রাতে ওই দোকান ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে চারি দিকে খবর দিলে এলাকাবাসীর আপ্রাণ চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও দোকানের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। অগ্নিকান্ডে দোকানের মালামাল, আসবাবপত্র, ফ্যান, ফ্রিজ, টিভি, ল্যাপটপ, সৌর বিদ্যুৎ, নগদ টাকা ও দোকান বাকীর খাতাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার সায়েল আহমদ জানান, আমি ওই দিন দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত এ দোকানে ছিলাম। বাড়ি আসার পর খবর পাই দোকানে আগুন লেগেছে। সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে সহযোগীতা করে আগুন নিয়ন্ত্রণ করি। কিন্তু দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।এ ব্যাপারে দোকান মালিক রোমেল আহমদ এর সাথে কথা হলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, প্রতিদিনের মতো গত রবিবার রাত ১০টায় দোকান বন্ধ করে ভাত খেতে যাই বাড়িতে।
রাত ১২টায় আমার ফোনে একটা কল আসে আমার দোকানে আগুনে দাউ দাউ করছে। পরে দৌড়ে এসে দেখি এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিন্তু তার আগেই আমার দোকানের সকল মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আমার অনেক দোকান বাকী রয়েছে। আমি এখন নিশ্ব হয়ে গেছি।
Leave a Reply