নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক (মার্কা) বরাদ্দ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক প্রদান করা হয়।
তাদের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিক ভাবে নিজ নিজ প্রতীকের টোকেন তুলে দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী ও প্রার্থীদের কর্মী সমর্থকরা। চেয়ারম্যান পদে পদপ্রার্থী ৮ জন, ভাইস চেয়ারম্যান ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২জন অংশ গ্রহণ করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমানর চৌধুরী সেলিম পেয়েছেন ঘোড়া মার্কা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগর প্রথম সংগঠনিক সম্পাদক এ কে এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল দোয়াত কলম মার্কা , জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী মোটরসাইকেল মার্কা , উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল হেলিকপ্টার মার্কা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু চিংড়ি মাছ মার্কা, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন আনারস মার্কা, উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের পেয়েছেন কৈ মাছ মার্কা, মোস্তফা কামাল পেয়েছেন কাপ প্লেট মার্কা।
Leave a Reply