-
- Uncategorized
- রাত পোহালেই নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন।। সকল প্রস্তুতি সম্পন্ন
- আপডেট টাইম : May, 20, 2024, 7:28 pm
- 56 বার
নবীগঞ্জ ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : রাত পেহালেই আগামীকাল মঙ্গলবার (২১ মে) নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ করা হবে। এদিকে এই নির্বাচন ঘিরে সকল রকম প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।
তথ্যমতে, নবীগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে কেন্দ্র রয়েছে ১১৬টি। এই উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৮২ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৭৩৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৯৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার একজন।
নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম (ঘোড়া), হবিগঞ্জ জেলা আওয়ামী লীগর সংগঠনিক সম্পাদক এ কে এম নুর উদ্দিন চৌধুরী বুলবুল (দোয়াত কলম), জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী (মোটরসাইকেল) , উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (হেলিকপ্টার), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ মুজিবুর রহমান সেফু (চিংড়ি), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন চৌধুরী (আনারস), উপজেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ আবুল খায়ের (কৈ মাছ) , মোস্তফা কামাল (কাপ প্লেট)।
অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট গতি গোবিন্দ দাশ পেয়েছেন মাইক প্রতীক ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী তালা মার্কা,সাংবাদিক মুরাদ আহমেদ চশমা মার্কা, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনী টিয়া পাখী মার্কা, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলমগীর আহমেদ চৌধুরী সালমান বৈদ্যুতিক বাল্ব, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মো. অনর উদ্দিন জাহিদ উড়োজাহাজ মার্কা, হেলাল চৌধুরী আইসক্রিম মার্কা,, রুবেল আল মামুন তালুকদার টিউবওয়েল মার্কা, ও মোঃ সিদ্দিকুর রহমান চৌধুরী প্রতীক বই।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ( হাঁস) এবং উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি (ফুটবল) নির্বাচন করছেন। নবীগঞ্জ উপজেলা প্রশাসন এবং নির্বাচন অফিস সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে পুলিশ,আনসার গ্রামপুলিশ মিলে ১৮ জন ও একজন ইনস্পেকটরসহ ৭ পুলিশ সদস্য মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছারা র্যাব বিজিবি পুলিশ সদস্যের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আনসার, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রের জন্য নির্বাচনী সকল প্রকার সরঞ্জাম পৌঁছে গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন
‘ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৬টিটি ভোট কেন্দ্র সম্পূন্নরূপে প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে গেছে। সুষ্টু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে আমরা প্রস্তুত।
এদিকে গত রোববার রাত রাত ১২টা থেকে
প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে।
সোমবার রাত ১২টা থেকে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ ভোটগ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক,মটর সাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply