পুলিশ সুপার বলেন, ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সবার সাথে সমন্বয় করে কাজ করতে হবে। আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছি। এই ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও সফল করতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ব্রিফিং ও প্যারেডে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল (প্রশাসন ও অর্থ), নবীগঞ্জ – বাহুবলের ( সার্কেল) এএসপি আবুল খয়েরসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজিত ব্রিফিংয়ে উপজেলার ১১৬ টি কেন্দ্রে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের দায়িত্ব বন্টন করে দেয়া হয়। প্রতিটি ভোট কেন্দ্রে একজন এসআই ৩ জন পুলিশ সদস্য ও আনসার বাহিনীর ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রিট,বিজিবি ও র্যাবের সমন্বয়ে স্ট্রাইকিংপোর্স ছাড়াও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রিটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। ২১ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার মোট ভোটার ২ লাখ ৮২ হাজার ৭ শত ১৪ ভোটার রয়েছে
Leave a Reply