-
- জাতীয়
- নবীগঞ্জ উপজেলার নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে
- আপডেট টাইম : May, 21, 2024, 3:29 pm
- 61 বার
নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।
আজ মঙ্গলবার(২১মে) সকাল ৮ টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।
প্রথমদিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলবে।
তথ্যমতে, নবীগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে কেন্দ্র রয়েছে ১১৬টি। এই উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৮২ হাজার ৭১৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪১ হাজার ৭৩৪ জন এবং নারী ভোটার ১ লক্ষ ৪০ হাজার ৯৭৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার একজন। এছাড়া মোট কন্দ্র ১১৬টি
এ উপজেলার নির্বাচনে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী অংশ নিয়েছেন।
নবীঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে নবীগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মাসুক আলী বলেন, সব ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আমরা সেই লক্ষ্যে কাজ করছি।
মোস্তফাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল মালিক ও হাকিম উদ্দিন বলেন, তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে আসতে তাদেরকে কেউ বাধা দেননি।
ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে বৃদ্ধ আব্দুল আজিজ বলেন কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক। এমন পরিবেশ অব্যাহত থাকলে ভোটারদের উপস্থিতি আরও বৃদ্ধি পাবে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply