নবীগঞ্জ প্রতিনিধি:নবীগঞ্জে বাড়িতে মদ তৈরি করে বিক্রির দায়ে ২০ লিটার চোলাইমদসহ চয়ন চৌধুরী (২৮) নামের যুবককে পাকরাও করেছে হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় নবীগঞ্জ উপজেলার ১ নং বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউশী গ্রামে।
হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান- গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদ পেয়েছেন ওই গ্রামের ভূবনলাল চৌধুরীর পুত্র চয়ন চৌধুরীর ঘরে মদ রয়েছে। সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে একদল লোক নিয়ে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ তাকে পাকরাও করেন। পরে তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে নবীগঞ্জ থানায় সোপর্দ করেন।