-
- জাতীয়
- নবীগঞ্জ ৮ দিন পর ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু
- আপডেট টাইম : July, 25, 2024, 12:49 am
- 39 বার
নবীগঞ্জ প্রতিনিধি::নবীগঞ্জে ৮ দিন পর সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু হয়। তবে মোবাইল ডাটা বন্ধ আছে।
ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেননা গ্রাহকরা।
কোটা সংস্কার আন্দোলনের কারণে গত ৮ দিন ধরে সারাদেশের ন্যায় নবীগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অন্য দিকে নেট সংযোগ বন্ধ থাকায় ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।
এদিকে গত তিন দিন ছিল সাধারণ ছুটি। গতকাল বুধবার কারফিউ শিথিলের মধ্যে সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ব্যাংকগুলো কিছু শাখা খোলা রেখে সেবা দেয়া হয়। ফলে স্বস্তির নিশ্বাস ফেলেন গ্রাহকরা।
উল্লেখ্য,গত বুধবার থেকে মোবাইল ইন্টারনেট এবং বৃহস্পতিবার রাত থেকে ওয়াইফাই ইন্টারনেট বন্ধ ছিল।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply