ডেস্ক রিপোর্ট ::সুনামগঞ্জে দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছোট ছেলে মো. জালাল মিয়া, একই গ্রামের মো. নুরুল হকের বড় ছেলে মো. জসিম উদ্দিন।
স্থানীয়রা জানান, দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
এদিকে শনিবার (২৮ সেপ্টেম্বর) জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে শরীফ মিয়া মারা যান। তিনি কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন গণমাধ্যমকে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply