-
- জাতীয়
- নবীগঞ্জে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- আপডেট টাইম : October, 1, 2024, 10:14 pm
- 30 বার
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইনকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানার পুলিশ। ধৃত আসাদ উপজেলার কালীরভাঙ্গা ইউনিয়নের মৃত ইলিয়াছ হোসেন এর পুত্র।
পুলিশ সূত্রে জানাযায়,গতকাল মঙ্গলবার সকালে গোপন সংবাদ ভিত্তিতে নবীগঞ্জ থানার নব নিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের দিক নির্দেশনায় এএসআই মোঃ ওয়াশিমের নেতৃত্বে ও হবিগঞ্জ সদর থানার পুলিশের সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন।
পলাতক আসামী ডাঃ আসাদ হোসাইন (৩৭)কে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত আসাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায়
১২৯০/২২ মামলায় ৬ মাসের বিনাশ্রম সাজা ও ১০ লক্ষ টাকা অর্থ দন্ডপ্রাপ্ত এবং দায়রা নং-৩১১/২২ মামলায় ৬ মাসের সশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা অর্থ দন্ড রয়েছে। আসামিকে গ্রেফতারের পর হবিগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply