ওসমানীনগরসংবাদদাতা::ওসমানীনগরে যুবদল নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত ১৫ অক্টোবর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভোক্তভোগী। জিডি নং ৬৮১।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের এওলাতৈল গ্রামের মো. কদর উদ্দিনের ছেলে ও সিলেট জেলা যুবদল সহ-সাধারণ সম্পাদক উপজেলা যুবদল যুগ্ম-আহ্বায়ক এবং বিএনপির সদস্য মোঃ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে ১৩ অক্টোবর কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে অশ্লীলভাবে অপপ্রচার করে। বিষয়টি নজরে এলে ১৫ অক্টোবর ওসমানীনগর থানায় তিনি সাধারণ ডায়েরী করেন।
ভোক্তভোগী যুবদল নেতা মোঃ ইসলাম উদ্দিন বলেন, আমাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য একটি চক্র এ ধরণের কাজ করিয়েছে। আমি আইনের আশ্রয় নিয়েছি।
জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম বলেন, অপপ্রচারের ঘটনায় একটি জিডি পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply