স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জুহেদ আহমদ (জুয়েদ স্যার) আর নেই৷ গত বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাঁকে মুমুর্ষ অবস্থায় সিলেট নগরীর পার্ক ভিউ মেডিকেলে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় ইন্তেকাল করেন -ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় (৫৬) বছর৷
তাঁর মৃত্যুর সংবাদে শিক্ষা প্রতিষ্ঠান সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ সবার প্রিয় ব্যক্তিত্ব ও হাজারো ছাত্রের শ্রদ্ধেয় শিক্ষককে শেষ দেখা-দেখার জন্য অশ্রুসিক্ত নয়নে সাবেক ও বর্তমান ছাত্র/ছাত্রী চোখের জ্বলে তাঁদের প্রিয় স্যারকে শেষ বিদায় জানান।
মরহুমের জানাজার নামায গত ৮ ডিসেম্বর নিজ কর্মস্থল নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়৷জানাজায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান ( শেফু), সাবেক ইউপি চেয়ারম্যান আ,ক,ম ফখরুল ইসলাম (কালাম), বর্তমান চেয়ারম্যান শাহ্ রিয়াজ নাদির সুমন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক তোফাজ্জল হোসেন,প্রেসক্লাবের সাবেক সহসভাপতি এম.মুজিবুর রহমান,
পরবর্তীতে বেলা ২টায় মরহুমের জন্মস্থান সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানার ৪২ নং ওয়ার্ডের শ্রীরাম আবাসিক এলাকায় ২য় জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷
প্রসঙ্গতঃ গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে তিনি ১৯৯৪ ইংরেজি সালে শিক্ষক হিসেবে যোগদান করেন৷ দীর্ঘ ৩০ বছর তিনি উক্ত উচ্চ বিদ্যালয়ে অতি বিচক্ষণতা ও সুনামের সহিত শিক্ষকতার মহান দায়িত্ব পালন করে গেছেন৷ দেশ-বিদেশে তাঁর অনেক ছাত্র/ছাত্রী ও শুভাকাঙ্ক্ষী রয়েছে৷ মরহুমের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষা প্রতিষ্ঠান ও আত্মীয় স্বজনদের পক্ষথেকে দেশ-বিদেশে অবস্থানরত সবার নিকট দোয়া কামনা করা হয়েছে৷
Leave a Reply