ডেস্ক রিপোর্ট ::তীব্র শীতের প্রকোপে সাধারণ মানুষের জীবনযাত্রা প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পর দিন হিমশীতল বাতাস আর কুয়াশার চাদরে ঢেকে গেছে গ্রাম-শহর। যাদের মাথার ওপর একটি নিরাপদ আশ্রয় নেই, তাদের দুর্ভোগের সীমা নেই। রাস্তায় বসবাসকারী অসহায় মানুষগুলো মাটিতে শুয়ে কাঁপতে কাঁপতে রাত কাটাচ্ছে। ফুটপাতে আগুন জ্বালিয়ে কোনোভাবে উষ্ণতা পাওয়ার চেষ্টা করছে তারা।
শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভুগছে বয়স্ক এবং শিশুরা। ঠাণ্ডা জনিত অসুখ-বিসুখের প্রকোপ বেড়ে গেছে। হাসপাতালে শীতজনিত রোগীদের ভিড় দিন দিন বাড়ছে। বিশেষত, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারা চিকিৎসা ও উষ্ণ পোশাকের অভাবে বিপাকে পড়েছে।
অনেক এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও দানশীল ব্যক্তিরা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকার এবং সমাজের বিত্তবানদের আরও সক্রিয় ভূমিকা পালন করা উচিত। এক টুকরো গরম কাপড় কিংবা একটি গরম খাবার এই শীতার্ত মানুষের জন্য হয়ে উঠতে পারে পরম আশীর্বাদ।
এমন সময় আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো, মানবিক দায়িত্ব পালন করা। একসঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই তীব্র শীতের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
Leave a Reply