ইনাতগঞ্জে ইজিবাইক ব্যাটারি চুরির হিড়িক

নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :নবীগঞ্জের ইনাতগঞ্জ ৬টি ইজিবাইক থেকে ১২টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও  লতিবপুর গ্রামের আতাউল মিয়ার গ্যারেজে এ চুরির ঘটনা ঘটে। ফলে ব্যাটারি চুরির আতংকে রয়েছেন ইজিবাইক চালকরা।
জানা যায়, লামলিপাড় গ্রামের আবিদুর রহমান ও লতিবপুর গ্রামের আতাউল মিয়া ইজিবাইকের গ্যারেজ পরিচালনা করেন নিজ নিজ গ্রামে।
বেশ কয়েকজন ইজিবাইক মালিক ভাড়ায় ওই গ্যারেজে রাতের বেলা ইজিবাইক রেখে যান।
রবিবার রাত ১১টার দিকে গ্যারেজ তালাবদ্ধ করা হয়। সকালের দিকে গ্যারেজে এসে ব্যাটারি চুরির বিষয়টি বুঝতে পারেন গ্যারেজ কর্তৃপক্ষ।
ইজিবাইক মালিক সালমান জানান,গ্যারেজের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
তাহার ইজিবাইক থেকে ৪টি ব্যাটারি চুরি হয়েছে বলে জানান তিনি।
এলাকার অনেকেই জানান,ইনাতগঞ্জ বাজারে ভাঙ্গারী দোকান রয়েছে। এলাকার একটি সংঘবদ্ধ চুরের দল এসব ইজিবাইক ব্যাটারি টিউবওয়েল চুরি করে ভাঙ্গারী দোকানে বিক্রি করে থাকে। এ ব্যাপারে প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা