নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সুমন চৌধুরী (৪৫) নামে এক সাজা প্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার দিঘলবাক ইউনিয়নে কামারগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।
গতকাল বুধবার ভোরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এসআই এসআই হোসাইন মোহাম্মদ আরাফাত,এএসআই ওয়াশিম,এএসআই হিল্লোল তালুকদারসহ একদল পুলিশ কামারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামাল হোসেন জানান গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে অর্থ ঋণ আদালত আইনে ৭ মাসের সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply