অনুসন্ধানী সাংবাদিকতায় আজীবন সম্মাননা ও সনদ পেলেন সাংবাদিক আজাদ

স্টাফ রিপোর্টার:সাংবাদিকতায় ৩০ পূর্তি উপলক্ষ্যে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ ডটকমের পক্ষ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন নবীগঞ্জের  সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ।

মঙ্গলবার ঢাকার গাজীপুর সাব বাড়ি রিসোর্টে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে সম্মাননা স্মারক  ও সনদ পত্র দেয়া হয়।  সকাল  ১০ টায় গাজীপুর রিসোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সম্মেলনে সারাদেশে মোট ৫জনকে এই সম্মাননা  এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিডি২৪লাইভ ডটকম  ও প্রিন্ট মিডিয়া দৈনিক  প্রতিদিনের কাগজ এর উদ্যোগে দুইদিন ব্যাপী কর্মশালা প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন  অনুষ্ঠিত হয়।

‘অনুসন্ধানী সাংবাদিকতায় ৩০ পূতি উপলক্ষে বিডি২৪লাইভ ডটকম ৫ জন সাংবাদিক কে পুরস্কার প্রদান করেন।  অনুসন্ধানী সংবাদ  লেখনীর জন্য  নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ও বিডি২৪লাইভ ডটকম এর সিলেট বিভাগের বিশেষ প্রতিনিধি এম এ আহমদ আজাদ  ও ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি খায়রুল কবির খোকন আজীবন সম্মাননা স্মারক ও সনদ পত্র পান ।

এছাড়া সেরা জেলা প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক পান সিরাজগঞ্জের সোহেল রানা,বর্ষসেরা মানবিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস হোসেন আকাশ, বর্ষসেরা ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রতিবেদক আরিফ জাওয়াদ।

সাংবাদিক এম, এ আহমদ আজাদ এ স্থানীয় সরকার বিষয়ক তার লেখা বিডি২৪লাইভ ডটকম ছাড়াও  দৈনিক সমকাল, দৈনিক সবুজসিলেট, দৈনিক তরফ বার্তা, দৈনিক খোয়াই ও দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

সাংবাদিক এম,এ আহমদ আজাদ বলেন,সাংবাদিকতা জীবনের অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছি। জাতীয় ভাবে  সাংবাদিকতায় স্থানীয় সরকার পুরস্কার ২০১৩ পেয়েছি।  এবার সেরা প্রতিনিধি হিসেবে  বিডি২৪লাইভ ডটকম  এর আজীবন সম্মাননা স্মারক পেয়েছি। এটা ছিলো ব্যতিক্রম অনুভূতি।

সাংবাদিকতার ৩০ বছর পূর্তিতে দেশের শীর্ষ স্থানীয় অনলাইন বিডি২৪লাইভ.কম পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করছি কর্তৃপক্ষের নিকট।  সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্য, পেশাগত অভিজ্ঞতাকে মলাট বদ্ধ করে, কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি।  সবার  দোয়া উৎসাহ উদ্দীপনাই কর্মক্ষেত্রে সাহসের যোগান দিতে পারে। এই বয়সেও তারণ্যের যোগান।  সততার সঙ্গে  দায়িত্ব পালন করবো এটাই শেষ মুহূর্তের প্রতিজ্ঞা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা