বানিয়াচংয়ের নাইন মার্ডার মামলা, চাঁদাবাজির অভিযোগে নবীগঞ্জের যুবক বাহুবলে আটক

ডেস্ক রিপোর্ট:স্টাফ রিপোর্টার : বানিয়াচংয়ের নাইন মার্ডারে জড়ানোর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে নবীগঞ্জের সোহাগ মিয়া (২৫) নামের যুবককে আটক করে উত্তম মধ্যম দিয়েছে বাহুবল উপজেলা বিএনপির নেতা কর্মীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

গত শুক্রবার ২৪ জানুয়ারী রাত ১০ টার দিকে বাহুবল উপজেলার নতুন বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃত যুবক নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে।
এ বিষয়ে ভাদেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক মিয়া চৌধুরী জানান, আটক সোহাগ মিয়া বেশ কিছু দিন ধরে তাদের ওয়ার্ড মেম্বার কাজল মিয়াসহ কয়েক ব্যক্তিকে বানিয়াচংয়ের ৯ মার্ডার মামলার আসামি করার ভয় দেখিয়ে যুবদল- ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল।
এ তথ্য জানতে পেরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সোহাগকে খুজতে থাকেন। এক পর্যায়ে শুক্রবার রাত ১০ টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা সোহাগকে আটক করেন।
তার আটকের খবর পেয়ে প্রতারিত নারী পুরুষ নতুন বাজরে ঘটনা স্থলে ছুটে যান এবং তাদের অভিযোগ তুলে ধরেন। এসময় সোহাগ কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় এবং এহেন কর্ম ভবিষ্যতে করবে না মর্মে প্রতিশ্রুতি দেয়।
এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার কাজল মিয়া ঘটনার সত্যতা জানিয়ে বলেন, তার নিকট থেকেও ১৪ হাজার ৫ শ টাকা নিয়ে গেছে।
হবিগঞ্জ জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ জানান, সোহাগ যুবদলের কেউ নয়।
বাহুবল থানার অফিসার্স ইনচার্জ ওসি মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আটককৃত যুবককে আদালতে চালান দিয়ে দিচ্ছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করতে আসেননি। পরে কেউ আসলে আমরা মামলা গ্রহন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা