অপরাধী কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না-ডিবি প্রধান

ডেস্ক রিপোর্ট ::শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী কেউই আইনের হাত থেকে রক্ষা পাবে না জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, অচিরেই এর সুফল মিলবে।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের যে আইনানুগ ব্যবস্থা রয়েছে, আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাইকারী, অন্যায়কারী সবাইকেই আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব।’
তিনি আরো বলেন, ‘পত্রিকায় নিয়মিত খবর হচ্ছে সুব্রত, পিচ্চি হেলাল ও ইমনসহ শীর্ষ সন্ত্রাসীদের নিয়ে। আধিপত্য নিয়ে তারা বিরোধে জড়াচ্ছেন। নানা অপকর্মে জড়ানোর তথ্য পাচ্ছি। রেকর্ড হচ্ছে, মামলা হচ্ছে। আমরা পেলেই ধরে ফেলবো। কাউকে ছাড় দেবো না। আপাতত আমরা তাদের জামিন বাতিলের জন্য আবেদন করবো।’
গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কাজ করছে। প্রতিদিনই সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হচ্ছে।’
শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান ও গ্রেপ্তার সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, জামিনে মুক্তিতে থাকা শীর্ষ সন্ত্রাসী ইমন ও পিচ্ছি হান্নান গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে ইতোমধ্যে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। ইমন ও হান্নানকে গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে।
শীর্ষ সন্ত্রাসীদের অবস্থান জানেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো তাদের অবস্থান ট্রেস করতে পারিনি। তবে আমাদের শতভাগ চেষ্টা চলছে।
পেলেই গ্রেপ্তার করবো। আমরা সক্রিয় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা