নবীগঞ্জে আমিনা মোতালিব ইসলামিয়া মাদ্রাসায় দুর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুরে অবস্থিত আমিনা মোতালিব ইসলামিয়া মাদ্রাসায় এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো গত সোমবার মাদ্রাসার অধ্যক্ষ ক্লাস শেষে অফিস কক্ষে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। তবে পরদিন সকালে এসে দেখতে পান, মাদ্রাসার প্রতিটি কক্ষের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায়, একটি ডেল ল্যাপটপ, একটি কালারিং ইপসন প্রিন্টার ও একটি সাউন্ড বক্স চুরি হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, গত মঙ্গলবার রাতে কোনো এক সময় চোরের দল অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে উল্লিখিত মালামাল নিয়ে যায়।

এ ঘটনায় নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলেও, তারা এখনো ঘটনাস্থল পরিদর্শন করেনি।

সম্প্রতি নবীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা