-
- জাতীয়
- নবীগঞ্জের ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
- আপডেট টাইম : February, 5, 2025, 5:44 pm
- 10 বার
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে নবীগঞ্জ উপজেলার ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’-এ বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। গ্রন্থাগারের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে র্যালি, বই পাঠ, আলোচনা সভা ও সেরা পাঠক সম্মাননা প্রদান করা হয়। এবারের গ্রন্থাগার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল— “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে মেইন রোড থেকে গ্রন্থাগার পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, গ্রন্থাগার কর্মী ও স্থানীয় পাঠকেরা অংশগ্রহণ করেন। র্যালি শেষে গ্রন্থাগার প্রাঙ্গণে বিভিন্ন লেখকের বই থেকে পাঠ করা হয়, যা উপস্থিত পাঠকদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ বাড়িয়ে তোলে।
গ্রন্থাগারের পাঠক ফোরামের সভাপতি দেবাশীষ দাশ রতনের সভাপতিত্বে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ফোরামের সভাপতি বিপ্লব দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদ ও মুক্তাহার গ্রামের দুই ভাষা সৈনিক বাণীকান্ত দাশ ও প্রিয়তোষ দাশের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দাশ।
অন্যান্য বক্তাব্য রাখেনক্রীড়া ও সাংস্কৃতিক
ফোরামের সাধারণ সম্পাদক রিপন দাশপ্লাবন,যুগ্ম সাধারণ সম্পাদক প্রতীক দাশ,গ্রন্থাগার কর্মী প্রান্ত দাশ প্রমুখ।
বক্তারা বলেন, একটি জাতির জ্ঞানভিত্তিক উন্নয়নের জন্য গ্রন্থাগার অপরিহার্য। পাঠক ও বইয়ের মধ্যে সংযোগ স্থাপনে গ্রন্থাগার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন অত্যন্ত সময়োপযোগী।”
তাঁরা আরও বলেন, *”আমাদের সবার উচিত গ্রন্থাগার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করা এবং পাঠাগার আন্দোলনকে আরও শক্তিশালী করা। এই গ্রন্থাগার নবীগঞ্জ উপজেলায় বইপ্রেমীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে, যা অন্য কোথাও নেই।”
সারা বছর পাঠকদের বই পড়ার ভিত্তিতে সেরা পাঠক নির্বাচন করা হয়। এবছরের সেরা পাঠক সম্মাননা পেয়েছেন উর্মি দাশ ও সৃষ্টি রাণী দাশ। আলোচনা সভা শেষে অতিথিরা তাঁদের হাতে সেরা পাঠক সম্মাননা পুরস্কার তুলে দেন।
গ্রন্থাগারের পক্ষ থেকে জানানো হয়, “ভবিষ্যতে আরও বেশি পাঠককে পুরস্কৃত করা হবে এবং গ্রন্থাগার-ভিত্তিক কার্যক্রম বাড়ানো হবে, যাতে পাঠকদের বই পড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পায়।”
এই আয়োজনের মাধ্যমে নবীগঞ্জে বই পড়ার সংস্কৃতি আরও বিকশিত হবে বলে আয়োজকরা আশাবাদী। বক্তারা জানান, জাতীয় গ্রন্থাগার দিবসের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রতি বছর এ ধরনের আয়োজন করা হবে। গ্রন্থাগারের কার্যক্রমে পাঠকদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সকল স্তরের মানুষ বই পড়ার প্রতি আরও উৎসাহী হন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply