কোম্পানিগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট ::সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারী সহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে কুখ্যাত মাদক কারবারি মো. জিয়াউদ্দিন ও উপজেলার লম্বাকান্দি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে মো. জালাল মিয়া। এরমধ্যে জিয়াউদ্দিন মাদক মামলায় ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত আর জালাল ৮ মাস সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামী। জিয়াউদ্দিনের নামে থানায় আরেকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, তারা দুজনেই দণ্ডপ্রাপ্ত আসামী। তারা পলাতক ছিল। বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নে জিয়াউদ্দিন সহ আরও কয়েকজনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছিল মাদকের একক সাম্রাজ্য। যা নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। থানাপুলিশ মাদকের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান চালালেও জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করতে পারে নি। বুহস্পতিবার দিবাগত রাতে জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করলেও মাদকের আরো গডফাদাররা রয়ে গেছে ওই এলাকায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারী জিয়াউদ্দিন সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা