স্থানী সূত্রে জানাযায়, ইনাতগঞ্জ ইউনিয়নের কইখাই গ্রামের স্থানীয় বান্দের বাজারের মোবাইল ব্যবসায়ী হোসাইন আহমেদ গত শুক্রবার রাত ১১ টার সময় দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দক্ষিণগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জনের মুখোশধারী ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় তাকে ছুরিকাঘাত করে এবং দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে সাথে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
ছুরিকাঘাতে আহত হোসাইন আহমেদকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি নিজেই বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply