নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সম্প্রতি ইনাতগঞ্জে সংঘটিত ডাকাতিসহ সাতটি ডাকাতি মামলার আসামি নজির মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি নবীগঞ্জ উপজেলার ইমামবাঐ গ্রামের আজমল আলীর পুত্র।
মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের দিকনির্দেশনায় ও নেতৃত্বে এসআই সাদরুল হাসান খান, এএসআই হিল্লোল তালুকদার, এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমিন, এএসআই সাইদুল হক, এএসআই সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে নবীগঞ্জ পৌরসভার তিমিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলীপাড় গ্রামে লন্ডনপ্রবাসী মিজানুর রহমান চৌধুরীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। মুখোশধারী ডাকাতরা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুট করে। এ সময় ডাকাতরা মিজানুর রহমানের ছোট ভাই মুফতি ছিদ্দিকুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত নজির মিয়া এজাহারভুক্ত আসামি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন পিপিএম জানান, গ্রেফতারকৃত নজির মিয়া একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর, রাজনগর, শ্রীমঙ্গল থানা ও নবীগঞ্জ থানায় মোট সাতটি ডাকাতি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রেরক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা