নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (১৪ মার্চ) গভীর রাতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় আবুল কালাম (৪৫), সবুজ মিয়া (৪০), দেলোয়ার হোসেন (৩০) সহ ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাভরপুর গ্রামের দুটি গ্রুপের মধ্যে মসজিদ কমিটি গঠন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে আলমগীর খান পক্ষের লোকজন প্রতিপক্ষের আবুল কালাম গংদের বাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রশস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে আলমগীর খান পক্ষের লোকজন প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য নিজেদের ও প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে স্থানীয়রা অভিযোগ করেন।
এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের নির্দেশে ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল মিঞার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, লুটপাট ও অগ্নিসংযোগের ফলে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ দুলাল মিঞা বলেন, “পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন পিপিএম জানান, “এই ঘটনাকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। গুলিবিদ্ধ হওয়ার বিষয়টিও আমরা খতিয়ে দেখছি।
Leave a Reply