ঈদুল ফিতর উপলক্ষে অপরূপ সাজে ইনাতগঞ্জ বাজারের ২য় গলি

ডেস্ক রিপোর্ট ::পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের ব্যবসায়ীরা নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন। প্রথমবারের মতো বাজারের ২য় গলিকে অপরূপ সাজে সাজানো হয়েছে, যা ক্রেতাদের আকৃষ্ট করতে বিশেষ ভূমিকা রাখছে।

 

এই গলিতে প্রবেশ করলেই চোখে পড়বে দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও বাহারি সাজসজ্জা। গলির শুরুতেই রয়েছে ফার্মেসী ও ডাক্তার চেম্বার, যা স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। এরপর রয়েছে কসমেটিকস, কাপড়ের দোকান, জুতার দোকানসহ নানা প্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের এ উদ্যোগ স্থানীয়দের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার ক্রেতাদের মাঝেও ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

 

ইনাতগঞ্জ বাজার দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। পার্শ্ববর্তী জগন্নাথপুর উপজেলা ও আশপাশের ৬-৭টি ইউনিয়নের মানুষ নিয়মিত এই বাজারে কেনাকাটা করতে আসেন। ঈদ উপলক্ষে এমন আয়োজন বাজারের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলেছে। ব্যবসায়ীরা আশা করছেন, এই উদ্যোগের ফলে বাজারে ক্রেতাদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং বেচাকেনায় নতুন গতি আসবে।

 

স্থানীয়দের মতে, ইনাতগঞ্জ বাজারের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন আয়োজন আরও ব্যাপক পরিসরে হবে, যা পুরো বাজারকে এক নতুন রূপ দেবে। ব্যবসায়ী ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় ইনাতগঞ্জ বাজারের ২য় গলি এবার ঈদ বাজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা