ডেস্ক নিউজ ::
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন জালালপুর গ্রামে একটি বাড়ির উঠান থেকে কষ্টিপাথরের মতো মোড়ানো কিছু রহস্যজনক বস্তু ও একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে।
গ্রামের আনকার মিয়া ও তার ভাই সমছু মিয়ার বাড়ির উঠানে এসব বস্তু পাওয়া যায়। পরদিন সকালে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে বাড়ির সামনে একটি অচেনা চিঠি ও মোড়ানো বস্তু পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যান। তিনি বলেন, কষ্টিপাথরের মতো মোড়ানো কয়েকটি বস্তু পাওয়া গেছে। এর ভেতরে কী আছে এখনই বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে পাওয়া চিঠিতে আনকার মিয়ার এবং তার ভাই সমছু মিয়ার নাম উল্লেখ করে হুমকির মতো কিছু কথা লেখা ছিল। চিঠিতে লেখা ছিল
তুই কানার পুয়ারে লিডিং দিয়া রাখছ। এবার টেলা সামলা। আমি মিলাদ কইলাম, দিলকাছ কইলাম।
চিঠির ভাষা এবং ব্যক্তিগতভাবে নাম উল্লেখ করায় পরিবার ও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আলকাব মিয়া জানান, আমার বাড়িতে কারা এসব রেখে গেছে আমি জানি না। এটা পরিকল্পিত কাজ। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত চাই।
স্থানীয় ৭নং ওয়ার্ডের মেম্বার জমির আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি। এর আগেও এলাকায় এমন ঘটনা ঘটেছে। একটি সংঘবদ্ধ চক্র মানুষকে ফাঁসাতে এসব করছে বলে ধারণা করছি।
নবীগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্তাধীন এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিস্তারিত জানতে বস্তুগুলো পরীক্ষা করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply