সিলেট প্রতিনিধি::
সিলেটের সারী-গোয়াইনঘাট সড়কে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোয়াইনঘাট উপজেলার বারহাল কবরস্থান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সিজান (১৬)। তিনি পূর্ব আলীরগাঁও ইউনিয়নের গুয়াখাই গ্রামের হাবিবুর রহমান হবি’র পুত্র। আহতরা হলেন একই গ্রামের আবদুল আহাদের পুত্র আবিদ হাসান (১৮) ও ফারুক আহমেদের পুত্র মাহিন (১৫) সহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিজান ও তার দুই বন্ধু মোটরসাইকেলে করে গোয়াইনঘাটের দিকে যাওয়ার পথে বারহাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় যানবাহন দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিজান মারা যান।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা সাবের হোসেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
Leave a Reply