নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা, নগদ টাকাসহ রায়েছ গ্রেফতার

স্টাফ রিপোর্টার:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের চিহ্নিত মাদক সম্রাট রায়েছ মিয়াকে সেনাবাহিনীর অভিযানে ২৯ কেজি গাঁজা ও ১ লক্ষ ৬ হাজার ১শ’ টাকা সহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) ভোর আনুমানিক ৬টায় বানিয়াচং সেনা ক্যাম্পের লে. রাফি সিদ্দিকীর নেতৃত্বে নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘলবাঁক ইউনিয়নের জিয়াপুর গ্রামের রায়েছ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার ঘর থেকে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করে সেনা সদস্যরা।

গ্রেফতারকৃত রায়েছ মিয়া(৪২) উপজেলার জিয়াপুর গ্রামের আরজু মিয়ার পুত্র। সেনাবাহিনী তাকে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি পনিভূষণ রায় বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে রায়েছ মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রায়েছ মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এলাকার সচেতন মহল দীর্ঘদিন ধরে এই মাদক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

এদিকে সেনাবাহিনীর এ অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও একই ধরনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওসি পনিভূষণ রায় অভিযান ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা