গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা।। স্বাধীনের স্বীকারোক্তি

ডেস্ক নিউজ ::

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার স্বাধীন।
শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের একটি ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।

এ ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বাসন থানা পুলিশ।

পুলিশ জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে বাদশা মিয়া নামে এক ব্যক্তি এক নারীকে মারধর করছিলেন। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। ঘটনাটি ভিডিও করেন তুহিন।
পরে হামলাকারীরা তাকে ভিডিও মুছে ফেলতে বলে। তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও মুছতে অস্বীকার করলে পাশের একটি মার্কেটের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।

আপনি চাইলে আমি এই নিউজটা আপনার জন্য আরও সংক্ষিপ্ত করে অনলাইন প্রকাশের উপযোগী করে সাজিয়ে দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..

ফেসবুকে আমরা